বাংলা (bn) | Change Language (Change Language)

www.accessagriculture.org/bgl/aapnaa...raa-hte-din

Access Agriculture Training Video

আপনার বাগানের ফল বা বাদামজাতীয় শস্যকে ফ্রুট-ফ্লাই ও অন্যান্য পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে উইভার-পিঁপড়া সহায়তা করে। এ-জাতের পিঁপড়া যদি আপনার বাগানে না থাকে, তবে কোনো উইভার-পিঁপড়ার কলোনি থেকে বাসাসহ তা সংগ্রহ করে আপনার ফল গাছে ছেড়ে দিন। একগাছ থেকে আরেক গাছে এ পিঁপড়া যেন যেতে পারে, সেজন্য এক গাছের ডালের সাথে আরেক গাছের ডাল সংযুক্ত করে দিন বা গাছগুলোর মাঝে কোনো ডাল বা লাঠি বেঁধে দিন, যাতে সেগুলো ব্যবহার করে পিঁপড়াগুলো যাতায়াত করতে পারে। যদি দেখেন যে, কোনো গাছে পিঁপড়াগুলো নিজেদের মধ্যে মারামারি করছে, তবে বুঝবেন তারা আলাদ কলোনির বাসিন্দা। এ ক্ষেত্রে দু-গাছের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দিন ; যেকোনো একটি গাছের সংযোগ স্থাপনকারী ডাল কেটে দিন। ফল পাড়ার সময় আপনি যে ডালে চড়বেন, সে ডালে ছাই ছিটিয়ে দিন, অথবা আপনার নিজের হাতে ও পায়ে ছাই মেখে নিন।

 

ব্যবহারযোগ্য ভাষা

Peulh / Fulfuldé / Pulaar   ইংরেজি   এতেসো   ওলফ   কিসোয়াহিলি   চীচেওয়া / নায়াঞ্জা   চীনা - ম্যান্ডারিন   টুম্বুকা   ফন   ফরাসি   বাংলা   বামবারা   বারিবা   ভিয়েতনামিস   লুগান্ডা