https://www.accessagriculture.org/bgl/
যে কারণে আমরা শুরু করলাম
উন্নয়নশীল দেশে কৃষিবিষয়ক পরামর্শসেবা প্রদান করার ক্ষেত্রে নানা ধরনের বাধার মুখোমুখি হতে হয়, যেমন বিভিন্ন বিষয়ে কৃষকদের প্রশ্ন এবং এগুলোর যথাযথ উত্তর পাওয়া: ফসল ফলানো, গবাদিপশু পালন, মাছচাষ, প্রক্রিয়াকরণ, ব্যবসা, বিপণন এবং অর্থিক বিষয়াদি। সীমিত সম্পদ ও লোকবল নিয়ে লক্ষ লক্ষ কৃষকের কাছে পৌঁছাতে পরামর্শদাতাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
দেশজুড়ে গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, এনজিও, সম্প্রসারণসেবা প্রতিষ্ঠান, কোম্পানি, রেডিও স্টেশন এবং কৃষক-ভিত্তিক সংস্থাগুলো তাদের কর্মী এবং কৃষকেদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ উপকরণ উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গ্লোবাল ফোরাম ফর রুরাল অ্যাডভাইজরি সার্ভিসেস (GFRAS), সাস্টেইনেবল অ্যাগ্রিকালচার ইনিশিয়েটিভ (SAI) প্লাটফর্ম এবং সুইস অ্যাজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC) দ্বারা ২০১১ সালে পরিচালিত একটি অনলাইন জরিপ থেকে জানা যায় যে, কৃষকেরা কৃষিবিষয়ক প্রশিক্ষণ ভিডিওর জন্য প্রধানত বিদেশি সংস্থাগুলোর ওপর নির্ভর করে থাকে। যদি কৃষকের নিজস্ব স্থানীয় ভাষায় কৃষিবিষয়ক ভিডিওর সিডি/ডিভিডি সহজে পাওয়া যায়, তবে তারা তাদের পরিবার বা প্রতিবেশীদের সাথে একত্রে ভিডিওগুলো দেখতে পারেন এবং যদি তারা মনে করেন যে, ভিডিওগুলো দেখে তারা লাভবান হচ্ছেন, তাহলে তারা টাকা খরচ করে হলেও ভিডিওগুলো দেখবেন।
একটি জরিপে অংশগ্রহণকারী কৃষকদের মধ্য থেকে শতকরা প্রায় ৮৫ ভাগের মতে স্থানীয় ভাষায় কৃষিবিষয়ক প্রশিক্ষণ ভিডিও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওগুলো যাতে সহজে নিজেদের মধ্যে আদানপ্রদানযোগ্য হয় এবং বিশ্বব্যাপী সম্প্রসারণ সেবাকর্মী এবং কৃষকসম্প্রদায়ের ব্যবহার করার মতো হয়, তা নিশ্চিত করতে হবে। স্থানীয় ভাষায় নিম্নমানের অধিক সংখ্যায় ভিডিও তৈরি করা ঠিক নয়। যদি অন্যদেশে তৈরি করা ভিডিও প্রাসঙ্গিক ও ভালো মানের হয়ে থাকে এবং ভিডিওর পাণ্ডুলিপিগুলো সহজে পাওয়া যায়, তাহলে বিভিন্ন সংগঠন ভিডিওগুলো ব্যবহার এবং অনুবাদ করতে আগ্রহী। সুতরাং, বাস্তব চাহিদার কথা মনে রেখে মানসম্পন্ন কৃষি-প্রশিক্ষণবিষয়ক ভিডিও অনলাইনে দেখা, ডাউনলোড করার সুযোগ করে দেওয়া এবং কৃষকের হাতে পৌঁছে দেওয়ার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা প্রয়োজন।