www.accessagriculture.org/bgl/kaanca...jtlaa-tairi
Access Agriculture Training Video
এক মিটার প্রশস্ত বীজতলায় মানসম্পন্ন বীজ বপণ করুন। প্রতি ১৫ সিন্টিমিটার দূরত্বে হলরেখা (লাঙ্গল দিয়ে তৈরি দাগবিশেষ) তৈরি করুন। একসাথে বেশি বীজ একটির সাথে আরেকটি লাগিয়ে বপণ করবেন না ; যদি সেগুলো বেশি লম্বা হয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে তা হলে চারা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময় সহজেই ভেঙে পড়তে পারে। অতিরিক্ত সূর্যতাপ বা বৃষ্টি থেকে বাঁচানোর জন্য বীজতলায় খড় বা খেজুর পাতা বা ওইরকম অন্য কোনো পাতা দিয়ে ছাউনি তৈরি করে দিন। চারাগুলো কীটপতঙ্গ বা প্রাণীর হাত থেকে বাঁচানোর জন্য বীজতলার চারপাশ জাল দিয়ে ঘিরে রাখুন। সঠিক পর্যায়ে চারা রোপণ করুন। সবল ও স্বাস্থ্যবান বীজ ভালো ফসল উৎপাদনের পূর্বশর্ত।
ব্যবহারযোগ্য ভাষা
Peulh / Fulfuldé / Pulaar আরবি ইংরেজি ইওরুবা ইয়াও উর্দু ওলফ কিনারওয়ান্ডা / কিরুন্দি কিসোয়াহিলি চীচেওয়া / নায়াঞ্জা টুয়াই তামিল ফন ফরাসি বাংলা বামবারা লুয়ো সেনা হিন্দি