www.accessagriculture.org/bgl/floati...ble-gardens
Access Agriculture Training Video
বর্ষাকালজুড়ে আমাদের জমিগুলো যেহেতু পনির নিচে চলে যায়, আমাদের পূর্বপুরুষগণ এ অবস্থা থেকে বাঁচার জন্য অনেক আগেই চিন্তা করে পথ বের করেছেন। ফসলের রেসিডিউ বা উচ্ছিষ্ট খড়, শেকড়বাকড়, ডালপালা, ইত্যাদি ব্যবহার করে তারা ভাসমান বাগান উদ্ভাবন করেন। যেহেতু ভাসমান বাগান বা বেড-গুলো প্রকৃতিকভাবেই উর্বর, তাই এতে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হয় না।
ব্যবহারযোগ্য ভাষা