টেফ ইথিওপিয়ার একটি গুরুত্বপূর্ণ শস্যদানা| প্রচলিত রোপন পদ্ধতিতে বেশী যোগানের প্রয়োজন হয় ও কম পরিমানে উৎপাদন পাওয়া যায়, এবং রোপনের সময় বেশী বীজ ব্যবহার করার ফলে শস্য উৎপাদনের পরেও লোকসান হয় | এই ভিডিও তে একটি সারিবদ্ধ চারা বোনার পদ্ধতি দেখানো হয়েছে যাতে কি ভাবে যোগানের খরচ কম করে উৎপাদন বাড়ানো যায় |
প্রচলিত রোপন পদ্ধতির তুলনায় খুব বেশী হলে দশ ভাগের এক ভাগ টেফ বীজ এই পদ্ধতিতে চারা তৈরী তে ব্যবহার করা হয়, এই কারণে এই পদ্ধতিতে কৃষি উৎপাদনে টেফ বীজের ব্যবহার অনেক বেশী কার্যকরী হয়|