ড্রিপ সেচব্যবস্থা এমনই এক পদ্ধতি যাহা ক্রমাগত আপনার চাষে জল দেয়ার ব্যবস্থা করে. খরা কিংবা শুকনো মরসুমে এই পদ্ধতি বিশেষ সহায়ক হয়. এই পদ্ধতিকে উঁচু করা সারিবদ্ধ কৃষি জমির সহিত কাজে লাগাতে হইবে.উঁচু করা সারিবদ্ধ জমির উপর ড্রিপ সেচব্যবস্থা প্রয়োগ করার আগে আমাদের এই বাস্তবিক ছবিটি দেখুন. এই পদ্ধতি দ্বারা জলের প্রত্যেকটি ফোঁটা আপনার গাছপালার জন্যে উপযোগী হবেজলের অপচয় না করে আরো কার্যকর পদ্ধতিতে আপনারা শস্যের উত্পাদন বাড়াতে পারেন.